বান্দরবান জেলার লামা উপজেলার অন্তর্গত ০৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চল ঐতিহ্যবাহী ইয়াংছায় এলাকা অনাথ শিশুদের জ্ঞার্নাজনের অন্যতম প্রতিষ্ঠান ‘‘জীনামেজু অনাথ আশ্রম’’ অত্র এলাকার শিক্ষা, সংস্কৃতি ও সার্বিক অনাথ শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। সহ¯্রাধিক অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ও এলাকার বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের কারিগরী শিক্ষার প্রদানের মাধ্যমে আত্ম উন্নয়নে ও কর্মদক্ষতা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে অত্র জীনামেজু অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা ভদন্ত উ: নন্দমালা থের ঐক্যন্তিক প্রচেষ্টায় ২০২১ইং সনে ‘‘জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’’ প্রতিষ্ঠান পথ চলা শুরু হয়। যাহা অত্র লামা উপজেলায় একমাত্র এসএসসি (ভোকেশনাল) স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে কারিগরী বোর্ডের আওতাধীনে শিক্ষাক্রম পরিচালনা ফলে অত্র এলাকার শিক্ষার মান আরও উঁচুতে উন্নতি সাধনে অবদান রাখবে।
এসএসসি (ভোকেশনাল) পর্যায়ে ক) আইটি সাপোর্ট এন্ড আইওটি বেসিক্স ও খ) এপারেল ম্যানুফেকচারিং বেসিক্স ট্রেড নিয়ে প্রতি ট্রেডে ২০ জন হারে মোট ৪০ জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক বা কলেজ পর্যায়ে উন্নীত বা চালু করাও সম্ভবপর হবে। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় আসন্ন বোর্ড পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের সাফল্যের বজায় রাখবে বলে আমি দীঢ় ভাবে বিশ^াস করি। গুণগত মানসম্মত পড়াশোনাসহ কারিগরী শিক্ষায় আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি।
আমি ‘‘জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’’ এর সাফল্য কামনা করি।
মংছা মারমা
সুপারিনটেনডেন্ট
জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট